চলতি বছর মে মাসে আনুষ্ঠানিকভাবে পেটাল সার্চ নামে নিজস্ব মালিকানাধীন সার্চ ইঞ্জিন অ্যানাউন্স চাইনিজ টেক জায়ান্ট হুয়াওয়ে। হুয়াওয়ে ডিভাইজগুলোতে গুগল সার্চের রিপ্লেসমেন্ট হিসেবে হুয়াওয়ে সার্চ নামক এই সার্চ ইঞ্জিনটি ডেভলপ করছিলো হুয়াওয়ে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ‘পেটাল সার্চ’ নামের নিজস্ব সার্চ ইঞ্জিন লঞ্চ করেছে হুয়াওয়ে।
‘পেটাল সার্চ’ অপশনটি বর্তমানে হুয়াওয়ের অ্যাপ গ্যালারি থেকে ডাউনলোড যাবে, তবে এক্ষেত্রে রিজিওন চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। গত বছর ট্রাম্প প্রশাসনের নির্দেশে যুক্তরাষ্ট্রে কালো তালিকাভুক্ত হওয়ার পর থেকে গুগল সহ সকল মার্কিন প্রতিষ্ঠানের সাথে কাজ করবার অনুমতি হারায় হুয়াওয়ে। এনটিটি লিস্টে অন্তর্ভূক্ত হওয়া কোম্পানিগুলো যুক্তরাষ্ট্র থেকে কোনো পণ্য কেনাবেচা করতে পারবেনা কিংবা কোন সেবাও আদান-প্রদান করতে পারবেনা।
যার দরুণ চীনের বাহিরে সমগ্র তাদেরকে ভ্যানিলা অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন সরবারহ করছে হুয়াওয়ে। বর্তমানের হুয়াওয়ে ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকলেও নেই গুগলের ইকো-সিস্টেম ‘জিএমএস’ (গুগল মোবাইল সার্ভিস)। তাই বাধ্য হয়েই নিজেদের ডিভাইজে ‘জিএমএস’ এর পরিবর্তে ‘এইচএমএস’ (হুয়াওয়ে মোবাইল সিস্টেম) ব্যবহার করছে হুয়াওয়ে।
হুয়াওয়ে তাদের অ্যাপ গ্যালারিকে করছে আরো সমৃদ্ধশালী। হুয়াওয়ে সার্চ এখন অবশেষে পেটাল সার্চ ইঞ্জিনের একটি স্টেবল বিল্ড হিসাবে হাজির হয়েছে এবং বর্তমানে ডাউনলোডের জন্য এভেইলেবল। এই প্লাটফর্ম ব্যবহার করে আপনি খুব সহজেই থার্ড পার্টি অ্যাপস নামাতে পারবেন। তবে সব দেশের গ্রাহকরা আগেই এই সেবা পাচ্ছে না। পরিপূর্ণ সেবা পেতে আরো অপেক্ষা করতে হবে। পেটাল সার্চ ডাউনলোড করতে EMUI 10 (v10.1.0.131) ভার্সন প্রয়োজন।