যোগাযোগ ডেস্ক :
যারা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ১৪ দিন পার করেছেন এবং কোনো উপসর্গ নেই বা সুস্থ হয়ে উঠেছেন তাদের পুনরায় করোনা টেস্ট করার দরকার নেই। সরকারের রোগতত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।
ড. ফ্লোরা বলেন, আগেই একদফা সরকারি নির্দেশনার মাধ্যমে বিষয়টি পরিস্কার করা হয়েছিল। তার পরেও আমরা শুনছি সুস্থ হওয়ার পর কাজে যোগদানের সময় অনেক সরকারি-বেসরকারি অফিসে নেগেটিভ সার্টিফিকেট চাওয়া হচ্ছে। ফলে আমরা এ বিষয়ে আরেকটি সার্কুলার দেওয়ার উদ্যোগ নিয়েছি। আজ-কালের মধ্যেই ওই সার্কুলারটি দেওয়া হতে পারে।