৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলায় ছাত্রলীগের (হা-ন)’র ঢাবির অপরাজেয় বাংলায় সমাবেশ ও নগরীতে বর্নাঢ্য র‌্যালি

IMG-20210104-WA0024.jpg

ঢাবি প্রতিনিধি ::

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আজ ৪ঠা জানুয়ারি ২০২১ সোমবার সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলায় সমাবেশ করে। সমাবেশ শেষে নগরীর রাজপথে ব্যানার, ফেস্টুন, জাতীয় পাতাকা, দলীয় পতাকা, লাল পতাকা সুসজ্জিত একটি বর্নাঢ্য র‌্যালি নগরীর রাজপথ প্রদিক্ষণ করে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আহসান হাবিব শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রলীগের সাবেক সভাপতি ও জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সাবেক ছাত্রনেতা ডাকসুর সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও জাসদের সহ-সভাপতি নুরুল আক্তার। ছাত্রলীগের সাবেক সভাপতি ও জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুক্তাদির, ছাত্রলীগের সাবেক সভাপতি ও জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুব জোট সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন।

এছাড়াও বক্তব্য বাখেন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, মোঃ মোহসীন, নইমুল আহসান জুয়েল ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদুল হাসান ননী প্রমূখ।

সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহিল কাইয়ূম, সাবেক ছাত্রনেতা ও জাসদের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-দফতর সম্পাদক হারুন অর রশীদ সুমন, পরিবেশ বিষয়ক সম্পাদক নিলাঞ্জনা রিফাত সুরভী, নারী বিষয়ক সম্পাদক সৈয়দা শামীমা সুলতানা হ্যাপী, সদস্য জাহিদুল আলম, সদস্য মাহবুবা আখতার লিপি।

সমাবেশে সাবেক নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ, স্বাধীনতা ও ছাত্রলীগ এই তিনটি শব্দ অবিচ্ছেদ্য। তারা বলেন, বাঙালি জাতীয়তাবাদী সংগ্রাম-স্বাধীনতা সংগ্রাম-মহান মুক্তিযুদ্ধ, স্বাধীন দেশে সামরিক-বেসামরিক স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন, সমাজ প্রগতির বিপ্লবী আন্দোলনসহ সকল গণতান্ত্রিক ও জাতীয় সংগ্রামের উত্তরাধিকার বাংলাদেশ ছাত্রলীগ। তারা ছাত্রলীগের সংগ্রামী গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য ধারন করে ছাত্রলীগের বর্তমান প্রজন্মের নেতা-কর্মীদের চাত্র সমাজের অধিকার ও সুন্দর ভবিষ্যত নিশ্চয়তা আদায় এবং সমাজবদলের সংগ্রামের আদর্শবাদী নির্ভিক সৈনিক হিসাবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

ছাত্রলীগের বর্তমান নেতৃবৃন্দ তাদের ভাষণে, বৈষম্য-বেকারসৃষ্টিরসমাজ ও শিক্ষাব্যবস্থা ভাঙ্গা, দুর্নীতি ও অপশাসনে শিক্ষার্থীদের জীবনের অপচয় রুখে দাঁড়ানো, ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি বিরোধী ধর্ম ভিত্তিক রাজনীতি নির্মূল করার অঙ্গীকার ঘোষণা করেন।

scroll to top