২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জাসদের তাৎক্ষনিক প্রতিক্রিয়া

Jasod-4.jpg

নিজস্ব প্রতিবেদক ::

করোনার দ্বিতীয় ঢেউ ও তৃতীয় ঢেউয়ের আশংকার মধ্যে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছঁকে বাধা গতানুগতিক প্রস্তাবিত বাজেটের বিষয়ে জাসদ তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানিয়েছে। বৃহস্পতিবার রাতে জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের এই প্রতিক্রিয়া গণমাধ্যমে প্রদান করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপির নামে প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার দ্বিতীয় ঢেউ ও তৃতীয় ঢেউয়ের আশংকার মধ্যে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছঁকে বাধা গতানুগতিক।

এই বাজেট প্রস্তাবনা দিয়ে করোনার অভিঘাতে জীবন ও জীবিকার সংকট মোকাবেলা করা এবং স্বাস্থ্যখাতের ভঙ্গুরদশা অতিক্রম করা কঠিন হবে। এই বাজেট দিয়ে নাক ভাসিয়ে বাঁচা যাবে হয়তো কিন্তু মানুষের জন্য স্থায়ীভাবে সর্বজনীন জনস্বাস্থ্যসেবা, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, ইন্টারনেট ব্যবহারের সুযোগ নিশ্চিত করার পথ তৈরি হবে না।

অথচ এই বাজেটের যে আকার এবং আমাদের জাতীয় অর্থনীতির যে সক্ষমতা আছে তা দিয়ে এবারের বাজেটেই ছকের বাইরে গিয়ে সর্বজনীন জনস্বাস্থ্যসেবা, সর্বজনীন শিক্ষা, সর্বজনীন খাদ্য নিরাপত্তা, সর্বজনীন সামাজিক সুরক্ষা এবং ইন্টারনেট ব্যবহারের সর্বজনীন অধিকার প্রতিষ্ঠার সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া যেতো।

তবে জাসদ দেশীয় শিল্পের সুরক্ষা মেইড ইন বাংলাদেশ পণ্যকে ১০ বছর ট্যাক্স হলিডে দেয়া, কৃষি যন্ত্র আমদানিতে ছাড়, শিল্পের কাঁচামাল আমদানিতে ছাড়, বিলাস দ্রব্য আমদানি নিরুৎসাহিত করার ঘোষনাকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন।

তারা বলেন, বাজেটে বরাদ্দ দিয়েই দায়িত্ব শেষ হয়ে যায় না। বরাদ্দকৃত অর্থের ব্যয় ও ব্যবহারের গুণ-মান রক্ষা করে লক্ষ্য অর্জন করাই আসল কাজ।

তারা বলেন, দূর্ভাগ্যের বিষয় গত বাজেটে শিল্প খাতের জন্য প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ বাস্তবায়িত হয়নি। গত বাজেটে স্বাস্থ্যখাতের বরাদ্দের টাকা খরচ করে প্রয়োজনীয় ক্রয় ও প্রকল্প বাস্তবায়িত হয়নি। বরং স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ থেকে আংশিক যা ব্যয় হয়েছে তাতে ভয়ংকর লুটপাট-দুর্নীতির ঘটনা ঘটেছে। জাসদ নেতৃদ্বয় এসব বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য দাবি করেন।

scroll to top