ইনু করোনা আক্রান্ত বলে গুজব রটানো হচ্ছে: জাসদ

395284_196.jpg

মুক্তিযুদ্ধের প্রধান প্রশিক্ষক জাতীয় নেতা ইনুকে নিয়ে গুজব

মুক্তিযুদ্ধের প্রধান প্রশিক্ষক জাতীয় নেতা দেশের প্রথম রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের-জাসদ সভাপতি হাসানুল হক ইনু করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক এবং অনলাইনে এমন গুজব রটানো হচ্ছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। গত সোমবার (১৫ জুন) জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনএক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ জানান।

তিনি বলেন, মানসিকভাবে বিকৃত একদল লোক ফেসবুক ও কিছু অনলাইনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি করোনা আক্রান্ত বলে গুজব ছড়িয়ে তার মৃত্য কামনা করে তাদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে।

বিজ্ঞপ্তি বলা হয়, হাসানুল হক ইনু মাস্ক পড়ে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিনই সীমিতভাবে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। তিনি গত ১০-১১ জুন দুইদিন সংসদ অধিবেশনে যোগদান করেন। তিনি মোবাইল টেলিফোন, ইন্টারনেট, ই-মেইল, অনলাইনে সকল ধরনের রাজনৈতিক-সাংগঠনিক-প্রশাসনিক কর্মকাণ্ড সমন্বয় করছেন।

scroll to top