চলতি মাসেই পরীক্ষামূলক চলবে মেট্রোরেল

m-rail.jpg

মেট্রোরেলের সংগৃহীত ছবি

নগর প্রতিবেদক::

চলতি মাসের শেষে প্রথমবারের মত উড়ালপথে পরীক্ষামূলকভাবে চলবে মেট্রোরেল। ইতোমধ্যে উত্তরায় ডিপোর ভেতরে হয়েছে সফল ট্রায়াল রান। এই ট্রায়াল সফল হলে পরের ধাপে যাত্রীসহ ট্রেন চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মেট্রোরেলের তৃতীয় ও চতুর্থ কোচের সেট তুরাগ তীরের জেটি থেকে নেয়া হয় দিয়াবাড়ীর ডিপোতে। মোট ২৪ সেট ট্রেনের মধ্যে এ নিয়ে চার সেট আসলো দেশে। পঞ্চম সেট ট্রেনবাহী জাহাজ বৃধবার জাপানের কোবে বন্দর থেকে যাত্রা করবে।

প্রকল্প ব্যবস্থাপক-৫ এবিএম আরিফুর রহমান জানান, ডিপোর ভেতরে মেট্রোরেলের ট্রায়াল শেষ হয়েছে আগেই। এই  সপ্তাহেই প্রথমবারের মত উড়ালপথের মূল লাইন বা ভায়াডাক্টে মেট্রোরেল চলাচল রাজধানীবাসী দেখতে পাবে বলে কতৃপক্ষ জানিয়েছে। এ বছরের শেষেই মেট্রোরেলের কিছু অংশ চালু করার লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে কাজ।

প্রথম পর্যায়ের মেট্রোরেলে মোট ট্রেনের সংখ্যা ২৪ টি। প্রতিটি ট্রেনে থাকবে ৬ টি করে কোচ। বৈদ্যুতিক শক্তিতে চলা এ ট্রেনের সর্বোচ্চ গতি হবে ১০০ কিলোমিটারের বেশি।

scroll to top