৭ম ও শেষ ধাপে ১৩৮ ইউপিতে ভোট চলছে, ইভিএমে ৯ টিতে

image-191150-1644072355bdjournal.jpg

নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক :

সপ্তম ধাপে ০৭ ফেব্রুয়ারি সোমবার ১৩৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ হচ্ছে। এর মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে ৯টি ইউপিতে। এবারের নির্বাচনে ইতিমধ্যে ১১ জন চেয়ারম্যান পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এবারের ইউপি নির্বাচনে প্রথম থেকে শুরু করে  ৬ষ্ট ধাপ পর্যন্ত অনুষ্ঠিত সব কটি ইউপি নির্বাচনে মারামারি, সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এমনকি নির্বাচনের আগে–পরেও সহিংসতায় প্রচুর প্রাণহানি হয়েছে। এ পর্যন্ত নির্বাচনী সংঘাতে সারা দেশে ৯৮ জন নিহত হয়েছেন। এসব সংঘাত, সহিংসতার ঘটনা বেশি হয়েছে আওয়ামী লীগের প্রার্থী ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীদের কর্মী–সমর্থকদের মধ্যে।

দ্বিতীয় ও তৃতীয় ধাপের নির্বাচনকে ঘিরে সহিংসতা তুলনামূলক বেশি হয়েছে। এ দুই ধাপে মারামারি, সংঘর্ষে যথাক্রমে ৩০ ও ২৬ জন নিহত হয়েছেন। প্রথম ধাপে দুই ভাগে নির্বাচন হয়েছে। দ্বিতীয় ভাগের নির্বাচন হয়েছে গত সেপ্টেম্বর মাসে। মূলত তখন থেকেই সারা দেশে নির্বাচন ঘিরে সংঘাতময় পরিস্থিতি দেখা দেয়। প্রথম ধাপের নির্বাচনে সংঘাতে ৫ জন, চতুর্থ ধাপে ১০, পঞ্চম ধাপে ২৩, ষষ্ঠ ধাপে ২ ও সপ্তম ধাপে ২ জনের মৃত্যু হয়েছে।

৭ম ধাপে বাংলাদেশ আওয়ামীলীগের সেক্রেটারী ওবায়দুল কাদেরের নিজ উপজেলায় ভোট চলছে। ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত ৮ প্রার্থীর এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের একটি অংশ মেয়র সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে ৮ ইউনিয়নে আলাদা প্রার্থী দেওয়ায় কাউকে নৌকা দেয়নি কেন্দ্রীয় আওয়ামী লীগ। কোম্পানীগঞ্জ উপজেলায় এবার মোট ৩৯ জন চেয়ারম্যান, ৭৯ জন সংরক্ষিত নারী মেম্বার ও ৩০৫ জন সাধারণ মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কোম্পানীগঞ্জের ৮ ইউনিয়নের ৭৮টি কেন্দ্রে ১১০০ পুলিশ, ১৩০০ আনসার, ১০০ বিজিবি, ৭০ জন র্যাব, ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আটটি গোয়েন্দা টিম, চারটি ঊর্ধ্বতন পুলিশের টিম ছাড়াও জেলা বিশেষ শাখা (এসবি), কোস্টগার্ড ও এপিবিএনকে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে তিন হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

কোম্পানীগঞ্জের ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিটি কেন্দ্রে ১জন এসআই (অস্ত্র সহ) ১ জন (এস এ আই/ এ এস আই/নায়েক) (অস্ত্র সহ),৩জন কনস্টেবল (অস্ত্র সহ),১জন আনসার পিসি (অস্ত্রসহ),১জন আনসার এপিসি (অস্ত্র),আনসার/ভিডিপি সদস্য ১৫ জন (লাঠি সহ)।প্রতিটি কেন্দ্রে ২২ জন করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে।

৭ম ধাপের নির্বাচনে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নুরুজ্জামান ভূঁইয়া গতকাল রোববার রাতে মারা যান। এ জন্য ভানী ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা আজহারুল ইসলাম। গতকাল রাত ১১ টায় গণবিজ্ঞপ্তি জারি করে ভোটগ্রহণ স্থগিত করা হয়। তবে দেবীদ্বার উপজেলার ১৫ টি ইউনিয়নের মধ্যে ১৪ টি ইউনিয়নে ভোট হচ্ছে।

সপ্তম ধাপের ভোটের মধ্য দিয়েই, ইউপির ধারাবাহিক নির্বাচন শেষ হবে। এরপর নির্বাচন উপযোগী ইউপিগুলোতে বিচ্ছিন্নভাবে ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর আগে ২৯ ডিসেম্বর এক তফসিলে ৭ ফেব্রুয়ারি ১৩৮ ইউপিতে ভোট কারার ঘোষণা দেয় কমিশন।

এর আগে গত ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে ভোট হয়। গত বছরের ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে, ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ১ হাজার ৭, ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩, ২১ জুন ও ২০ সেপ্টেম্বর দুই পর্বে প্রথম ধাপের ৩৬৯টিসহ মোট ৩ হাজার ৯৭৫টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

scroll to top