ইতালি বাংলাদেশ থেকে যাওয়া সকল ফ্লাইট নিষিদ্ধ করলো

Biman.jpg

যোগাযোগ অনলাইন ডেস্ক :

বাংলাদেশ থেকে যাওয়া সকল ফ্লাইট নিষিদ্ধ করেছে ইতালি। এ দেশ থেকে যাওয়া যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক করোনা ভাইরাস সংক্রমিত ব্যক্তি পাওয়ায় এই নিষেধাজ্ঞা দেওয়া হলো। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আগামী এক সপ্তাহের জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

করোনা ভাইরাসের কারণে ইতালির সঙ্গে বাংলাদেশের নিয়মিত বিমান যোগাযোগ আগে থেকেই বন্ধ রয়েছে। তবে বাংলাদেশ থেকে বিশেষ বিমান সার্ভিসের মাধ্যমে ইতালি গেছেন বেশ কিছু ব্যক্তি। এর আগে গত সপ্তাহে রোমের কাছে লাৎজিও অঞ্চলে বাংলাদেশ থেকে যাওয়া সকল যাত্রীদের করোনা ভাইরাস টেস্ট করানোর জন্য স্পেশাল ডিক্রি জারি করা হয়েছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার ২২৫ জন যাত্রী ঢাকা থেকে ইতালি পৌঁছান। এদের মধ্যে পরীক্ষা করে ২১ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়।

scroll to top