সৌদি আরবে সুপ্রিম কোর্ট আজ (২০ জুলাই) চাঁদ দেখার আহ্বান করেছে

shob-e-borat-20190421094059.jpg

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের সুপ্রিম কোর্ট ২০ জুলাই সোমবার সন্ধ্যায় দেশের মুসলিম নাগরিকদের জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন। কোর্ট বলেছেন, ‘মুসলিম নাগরিকরা যেন খালি চোখে বা বাইনোকুলারের মাধ্যমে আকাশে চাঁদ অনুসন্ধান করে এবং স্থানীয় কোর্ট বা কোর্টের প্রতিনিধিদের তা জানায়।

মুসলিমরা চন্দ্রবর্ষ অনুসরণ করে—যা ১২ মাস ও ৩৫৪ বা ৩৫৫ দিনে হয়। মুসলিমরা চাঁদ দেখে রোজা পালন শুরু করে এবং ঈদুল আজহা উদ্যাপন করে। একইভাবে জিলহজ মাসের চাঁদ দেখে হজের কার্যক্রম শুরু হয়।

চন্দ্র মাসের ২৯তম দিনে চাঁদ দেখা মুসলিম ঐতিহ্য। আরব মুসলিমরা গুরুত্বের সঙ্গে এ ঐতিহ্য পালন করে থাকে। সূত্র : আল আরাবিয়া

scroll to top