উত্তরায় সাহেদকে নিয়ে অভিযানে র‌্যাব, ভবন ঘেরাও

sahed-uttra.jpg

যোগাযোগ অনলাইন ডেস্ক :

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে নিয়ে উত্তরার একটি ভবনে অভিযান চালানো হচ্ছে। ভবনটি ঘিরে রাখা হয়েছে। এটি সাহেদের গোপন কার্যালয় বলে জানা গেছে। রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরের ভবনটি বুধবার সকাল থেকে সেক্টর -১১ এর ২০ নম্বর সড়কের ওই ভবনটি ঘিরে রাখা হয়েছে।

তবে এটি সাহেদের নিজস্ব ফ্ল্যাট কি না, তা এখনও নিশ্চিত হতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

এর আগে অভিযানের জন্য আজ সকাল থেকেই ভবন ও ফ্ল্যাটের বাইরে র‍্যাব সদস্যরা রয়েছেন। ভবনটিতে র‌্যাব সদস্যরা দুইটি শাবল নিয়ে ভেতরে ঢুকেছেন। এর আগে সাহেদকে র‍্যাব সদর দফতরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাবাদ শেষে তাকে নিয়ে দুপুরে উত্তরার ওই ফ্ল্যাটে অভিযান চালানো হচ্ছে।

scroll to top