বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর: এম এ আউয়াল

19601092_1547788961947171_7691410956892163923_n.jpg

সাবেকসংসদ সদস্য এম এ আউয়াল (ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় শোক দিিবস উপলক্ষে ১৪ আগস্ট (শুক্রবার) দুপুরে রাজধানীর নয়া পল্টনের একটি মিলনায়তনে ইসলামী গণতান্ত্রিক পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে পার্টির চেয়াম্যান এম এ আউয়াল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর বলে মন্তব্য করেছেন।

ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল আরও বলেন, বঙ্গবন্ধু দেশের সব মানুষের অধিকার প্রতিষ্ঠায় অনেক পদক্ষেপ নিয়েছিলেন। প্রত্যেক ধর্ম-বর্ণ-নির্বিশেষে তিনি যে সংগ্রামী ভূমিকা রেখেছেন, সেই সংগ্রামের আলোকেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে।

এসময় তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনা করেন।

সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল দাবি করেন জঙ্গিবাদ আবারও মাথা চাড়া দিচ্ছে । ইসলাম ধর্ম মানবতার ধর্ম। এই ধর্মে নাশকতার কোনও সুযোগ নেই।

বঙ্গবন্ধু বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন উল্লেখ করে আউয়াল বলেন, তার আদর্শের পথ ধরে তার কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ ধর্মীয় স্বাধীনতার পথ ধরে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী দেশের সব মানুষের, সকল ধর্মের মানুষের স্বাধীনতা আর উন্নয়নের জন্য কাজ করে চলেছেন। কোনো মৌলবাদী শক্তি এই অগ্রগতি দমিয়ে রাখতে পারবে না।

scroll to top