কামাল লোহানী আর নেই

kk-1.jpg

ভাষা সংগ্রামী, সাংস্কৃতিক, সাংবাদিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা কামাল লোহানী আর নেই। ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তার ছেলে সাগর লোহানী বলেন, “সকাল সোয়া ১০ টার দিকে চিকিৎসকরা তার লাইফ সাপোর্ট খুলে নিয়ে মৃত ঘোষণা করেন।”

কামাল লোহানীর প্রকৃত নাম আবু নাইম মোহা. মোস্তফা কামাল খান লোহানী। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া গ্রামের খান মনতলা গ্রামে ১৯৩৪ সালের জন্মগ্রহণ করেন তিনি। আমাদের ভাষা-সংস্কৃতিসহ সকল গণতান্ত্রিক-মানব মুক্তির আন্দোলন-সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ তেজোদীপ্ত সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। কামাল লোহানী নামেই তিনি সুপরিচিত হলেও তাঁর পারিবারিক নাম আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী। বৃহত্তর পাবনা জেলার বিখ্যাত লোহানী পরিবারের সুসন্তান তিনি। কিশোর বয়সেই জড়িয়েছেন ভাষা আন্দোলনে। ঢাকায় এসে বামপন্থী রাজনীতি, সাংবাদিকতার পাশাপাশি যুক্ত হয়েছিলেন সাংস্কৃতিক আন্দোলনে। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় একাত্তরে তিনি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বার্তা সম্পাদক। তাঁর কণ্ঠেই বিশ্ববাসী বিজয়বার্তা প্রথম জানতে পারে। ১৯৩৪ সালের ২৬ জুন তিনি জন্মগ্রহণ করেন। প্রখ্যাত সাংবাদিক কামাল লোহানী সাংবাদিকতায় ২০১৫ সালে একুশে পদক লাভ করেন।

নিবেদিত প্রাণ সাংবাদিক, মননশীল বাঙালি সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর বর্ণাঢ্য জীবনে অনেক পরিচয় তাঁর৷ পরিণত বয়সেও তারুণ্যদীপ্ত কামাল লোহানী ছায়ানট, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন । তাঁর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। শোক ও শ্রদ্ধা, তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

scroll to top