জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ মারা গেছেন

atiqullah-jonokontho.jpg

জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক ::

দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ আর নেই। সোমবার (২২ মার্চ ) ভোরে তিনি মারা যান (ইন্নালিল্লাহি…রাজিউন)। জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ও ডেপুটি এডিটর ওবায়দুল কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওবায়দুল কবির জানান, ভোর সাড়ে ৫টার শ্বাসকষ্ট শুরু হলে আতিকুল্লাহ খান মাসুদকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আতিকুল্লাহ খান মাসুদের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন।

প্রসঙ্গত, মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মালিকানায় ১৯৯৩ সালে মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মালিকানায় দৈনিক জনকণ্ঠ পত্রিকা প্রকাশিত হয়। তিনি পত্রিকাটির সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক ছিলেন।

মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে বাংলাদেশ সম্পাদক পরিষদের সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া ও মহাসচিব মকছুদের রহমান মানিক শোক প্রকাশ করেছেন।

scroll to top