জিয়াই দেশে প্রথম মদের বার, ক্যাসিনো, হাউজিসহ সব জুয়া ও পতিতাবৃত্তির লাইসেন্স প্রদান করেন

afim.jpg

বিশেষ প্রতিবেদক ।।

১৯৭৬ সালের ২৯ নভেম্বর সেনাপ্রধান ও উপ-প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল জিয়াউর রহমান এক সামরিক ফরমান বলে বংগবন্ধু সরকারের দেয়া নিষিদ্ধ আদেশ বাতিল করে মদের বার, ক্যাসিনো, হাউজিসহ সকল রকমের জুয়া ও পতিতাবৃত্তির লাইসেন্স প্রদান করার জন্য প্রসাশনকে আদেশ দেন।

মদ ও পতিতাবৃত্তির লাইসেন্স প্রদান করে মূলত এই স্বাধীন দেশের নাগরিক সমাজ নষ্টের বিষবৃক্ষ জিয়াই রোপণ করেছিলেন সামরিক ক্ষমতা প্রয়োগ করে।

১৯৭৯ সালে এই সামরিক ফরমান বাতিলের জন্য জিয়ার রাবার স্টাম্প সংসদে জাসদের শাহজাহান সিরাজ প্রস্তাবনা উত্থাপন করেন। তখন পাকিস্তানের দালাল খান আবদুস সবুর খান সংসদে বলেন, আউট অব বন্ডসহ জুয়া- ক্যসিনো নগর সভ্যতার নিয়ামক শক্তি।এগুলো সমাজের সেফটি বাল্ব। জিয়া ঈমানদার সামরিক নেতা। তার উদারতায় আজ আমরা সংসদে আসার সুযোগ পেয়েছি। তার কোনো ফরমান বাতিল করা যাবে না। আমরা সংবিধান সংশোধনীতে তার সকল জারিকৃত ফরমানকে শতভাগ বৈধ করে দিয়েছি।

সবুর খানকে সমর্থন করে বক্তব্য রাখেন রাজিয়া ফয়েজ, ইউসুফ, কাজী কাদেরসহ মুসলিম লীগের সদস্য এবং পাকিস্তানপন্থী সাংসদেরা।

scroll to top