সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হলেও বাঁচানো গেল না

ad-shahara_o.jpg

সাহারা খাতুন এম‌পি

নিজস্ব প্রতিবেদক :

বাংলা‌দেশ আওয়া‌মী লী‌গের সভাপ‌তি মন্ডলীর সদস্য সাবেক সফল ম‌ন্ত্রী সাহারা খাতুন এম‌পি বৃহস্পতিবার রাতে সাড়ে ১১টায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় সাড়ে ১১টা) সাহারা খাতুনের মৃত্যু হয় বলে জানিয়েছেন তার সহকারী মোহাম্মদ আনিস।

ব্যাংককের হাসপাতালে সাহারা খাতুনের সঙ্গেই ছিলেন আনিস। গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে সাহারা খাতুনকে ব্যাংককে নেওয়া হয়েছিল। চিরকুমারী সাহারা খাতুনের বয়স হয়েছিল ৭৭ বছর।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন তৃতীয় মেয়াদ জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের প্রতিনিধিত্ব করছিলেন। শেখ হাসিনার ২০০৯-১৩ সরকারে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন তিনি।

দলের প্রতি অবিচল নিষ্ঠাবান একজন নেত্রীর চির বিদায়ে গ‌ভির শোক ও প‌রিবা‌রের প্র‌তি সম‌বেদনা প্রকাশ কর‌ছি। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

scroll to top