২১ আগস্ট গ্রেনেড হামলা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করার সুপরিকল্পিত নগ্ন অপচেষ্টা: জাসদ

001.jpg

আজকের যোগাযোগ ডেস্ক:

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা মঞ্চে গ্রেনেড হামলাবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা তৎকালীন বিএনপি-জামাত সরকার কর্তৃক সশস্ত্রবাহিনী-সামরিক গোয়েন্দা সংস্থা-বেসামরিক গোয়েন্দা সংস্থা-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর একাংশসহ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করার নগ্ন জঘন্য হামলা।

২১ আগস্টের গ্রেনেড হামলা ‘টেক্সটবুক পলিটিক্যাল ক্লিনজিং’-এর একটি সুস্পষ্ট ঘটনা। তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। ১৯৭১ সালে বাঙালি জাতির উপর পরিচালিত ইতিহাসের বর্বরোচিত যুদ্ধাপরাধ-গণহত্যা, ১৯৭৫ সালে ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যা, ১৯৭৫ থেকে ১৯৭৮ পর্যন্ত সামরিকজান্তা জিয়া কর্তৃক কর্নেল তাহেরসহ সশস্ত্রবাহিনীর শত শত অফিসার ও সৈনিক হত্যার ঘটনা আর ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা একই সূত্রে বাঁধা। তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত সকল অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা জননেত্রী আইভি রহমানসহ ২১ আগস্ট গ্রেনেড হামলা ও গুলিবর্ষণে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহত হয়ে দুঃসহ জীবনযাপনকারীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

২১ আগস্টের জাসদের কর্মসূচি
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে জাসদ ও ১৪ দলের পক্ষ থেকে আজ শুক্রবার সকাল ৮ টায় জাসদ কার্যালয়ে জমায়েত হয়ে সকাল ৮:৩০টায় ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনাস্থল আওয়ামী লীগ অফিসের সামনে স্মৃতিবেদিতে পুষ্পস্তবক অর্পণ করবে। বিজ্ঞপ্তি।

scroll to top