বাফুফের নির্বাচনে সহসভাপতি পদে লড়ছেন বৃহত্তর নোয়াখালীর দুই কৃতিসন্তান

TM.jpg

নোয়াখালী মেইল ডেস্ক ।।

চার বছর পর আজ শনিবার (৩ অক্টোবর) ফুটবল আবার পাঁচতারা হোটেলে। আগের মতোই যথারীতি সেই আবহে দেশের ফুটবলের ভাগ্যগণনায় আজ বসছেন ১৩৯ জন ভোটার। তাঁদের ভোটেই আজ ফুটবলের নিয়তি নির্ধারণ হবে।

এবার নির্বাচনে অংশ নেওয়া ৪৭ জন প্রার্থীর মধ্যে ২১ জনের কমিটির হাতে আবার উঠবে ফুটবল। ৪৭ জন প্রার্থীর মধ্যে সহসভাপতি নির্বাচিত হবেন ৪ জন। প্রার্থী আছেন ৮ জন। তাদের মধ্যে নোয়খালীর শিল্পপতি ব্যবসায়ী রয়েছেন ২ জন।

একজন তাবিথ আউয়াল। শিল্পপতি পরিবার আবদুল আাউয়াল মিন্টুর সন্তান। একসময় নামকরা ফুটবলার ছিলেন। তারপর ফুটবলের সংগঠক। ফেনী সকার ক্লবের প্রতিষ্ঠাতা। যার রক্তে আছে ফুটবল। তিনি দেশব্যাপী পরিচিত মুখ ডিএনসিসির মেয়র প্রার্থী ছিলেন। তিনি আগেও একাধিকবার বাফুফের নির্বাচনে একই পদে জয়লাভ করে দায়িত্ব পালন করেছেন।


অন্যজন দেশের সদ্য উঠতি ব্যবসায়ী। বিশিষ্ট শিল্পপতি ও ঠিকাদার ব্যবসায়ী। যিনি তমা মানিক নামে পরিচিত। পুরো নাম আতাউর রহমান ভূঁইয়া ভানিক। তিনিও এবার ফুটবলের সুদিন ফিরিয়ে আনতে ফুটবলের সংগঠক হতে লড়াইয়ে অবতৃর্ণ হয়েছেন। তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি। দেশব্যাপী পরিচিত না হলে নোয়াখালী কমিউনিটিতে বেশ পরিচিত।

ফুটবলের আজকের নির্বাচনে ২ জনেরই নির্বাচিত হবার সুযোগ রয়েছে। যেহেতু ৮ জনের মধ্যে ৪ জন নির্বাচিত হবেন। নোয়াখালীবাসী তাদের ২ প্রার্থীকেই নির্বাচিত দেখতে চায়। সূত্র : নোয়াখালী মেইল।

scroll to top