ইলিশ ধরা বন্ধ, এটা বুদ্ধি প্রতিবন্ধী ও ঈমানের দূর্বলতা ছাড়া কিছুই না

Elis-J.jpg

নিজস্ব প্রতিবেদক ।

ইলিশ গভীর সমুদ্রের মাছ। সাগর কারো একার নয়। ভারত বাংলাদেশ ও মিয়ানমারের এই অ্ংশে ইলিশের চলাচল বেশি। ইলিশ সম্পূর্ণ সামুদ্রিক মাছ। ইলিশ কেউ চাষ করে না। কেউ ইলিশের খবারেরও ব্যবস্থা করে না। ইলিশের উৎপাদন, প্রজনন, খাবার সব কিছুই প্রাকৃতিক ভাবে হয়ে থাকে।

সমুদ্রে কখন কতো ইলিশের প্রজনন হবে এটি সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত। আপনি ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষে নির্দিষ্ট সময় ইলিশ ধরা বন্ধ রাখেন। এটা বুদ্ধি প্রতিবন্ধী ও সৃষ্টিকর্তার উপর ঈমানের ঘাটতি ছাড়া আর কিছুই নয়।

উপরন্তু ইলিশ ধরা বন্ধ করে আপনি মৎস্যজীবী মানুষদের উপর জুলুম করছেন। এসময়ে জেলেদের জন্য নাম মাত্র কিছুদিন বিকল্প ব্যবস্থা করছেন। যা বেশিরভাগ ক্ষেত্রেই জেলে পরিবারে পৌঁছে না।

অন্যদিকে আপনি যখন ইলিশ ধরা বন্ধ করে দেন, ঐ সময়ে ইলিশ চলে যায় মিয়ানমার সমুদ্র সীমানায়। ফলে বাংলাদেশ সীমানার ইলিশও ধরা পড়ে মিয়ানমারের জেলেদের জালে।

আপনার বোকামি বা বুদ্ধি প্রতিবন্ধীতার জন্য বাংলাদেশের ইলিশ ধরার জেলেরা যেমন বঞ্চিত হচ্ছে তেমনি এসময়ে ইলিশ ছাড়া অন্য জাতের মাছ থেকে বঞ্চিত হচ্ছে দেশবাসী।

তাই সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ ঈমান রেখে ইলিশ ধরা বন্ধ না করে জেলেদের অধিক হারে ইলিশ মাছ ধরার আগ্রহী করে তুলে ইলিশের দেশের চাহিদা মিটিয়ে প্রবাসে বাঙালি অধ্যুষিত দেশে ইলিশ রপ্তানির সুযোগ করে দিন।

scroll to top