মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বিক্রি : প্রতিরক্ষা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বক্তব্য দাবি করেছে জাসদ

Jasod-8-x-3-x1pcs-pvc-i-let-Bb3.jpg

মহানগর প্রতিবেদক ::

মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বিক্রির বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত খবব সম্পর্কে প্রতিরক্ষা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বক্তব্য দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

২০ অক্টোবর মঙ্গলবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বিক্রির বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত খবর সম্পর্কে সরকারের প্রতিরক্ষা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বক্তব্য দাবি করেছেন।

তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসের সবচাইতে গৌরবের বিষয়। মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র জাতীয় গৌরব-অহংকার-শৌর্যের প্রতীক। তাই মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র সংরক্ষণ করা জাতীয় কর্তব্য। তারা মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র জাতীয় জাদুঘরসহ দেশের বিভিন্ন জাদুঘরে সযত্নে সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

scroll to top