নিজস্ব প্রতিনিধি :
কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর এই পদে কে আসবেন, তা নিয়ে জল্পনা চলছিলো। প্রথমেই যে নামটি আসে, সেটি আওয়ামী লীগের সিনিয়র নেতা, সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু। এখন পর্যন্ত ১৪ দলের পক্ষ থেকে কোনো ঘোষণা না এলেও ফেসবুকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পোস্ট দিয়ে ,১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক হওয়ার আমীর হোসেন আমুকে অভিনন্দন জানিয়েছেন। তবে বিকল্প নাম হিসেবে জাসদ সভাপতি হাসানুল হক ইনু নামও ১৪ দলের বড় শরীক আওয়ামীলীগ ভাবছে বলে জানা গেছে।