চন্দ্রগঞ্জ বাজারে করোনা সংক্রমণ রোধে ব্যারিকেড, দেয়া হচ্ছে বাঁশের বেড়া

104958917_2770382756525068_2337667971648655956_n.jpg

কবির আহমদ ফারুক :

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত শুক্রবার লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ ভবভদ্রী ব্রীজের গোড়ায় বাঁশের বেড়া দিয়ে দক্ষিনাঞ্চলের মানুষের যাতায়াতের পথে ব্যারিকেড সৃষ্টি করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।

এই ব্যারিকেডের উদ্দেশ্য চন্দ্রগঞ্জ বাজারে নতুন কারও আগমন যেন না ঘটে। পরিত্যক্ত এই ভবভদ্রী ব্রীজের উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাফেরা বন্ধ করে দেওয়া হলো। এছাড়াও অপ্রয়োজনে সাধারণ মানুষ যেন ঘুরাঘুরি না করতে পারে সে দিকেও নজর দেওয়া হচ্ছে। এই ব্যারিকেডকে অমানবিক বলে দাবি করছেন দক্ষিনাঞ্চলের নাগরিকরা। কারন; মুমূর্ষু রোগির চিকিৎসা কাজেও এই সড়ক দিয়ে কেউ আসা যাওয়া করতে পারবেনা।

scroll to top