মানুষের মাঝে স্বস্তি ফেরাতে লক্ষ্মীপুরে সুলভ মূল্যে সবজি বিক্রি কার্যক্রমের উদ্বোধন। ছবি: প্রতিবেদক
লক্ষ্মীপুর প্রতিনিধি
মানুষের মাঝে স্বস্তি ফেরাতে লক্ষ্মীপুরে সুলভ মূল্যে সবজি বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২৭ অক্টোবর রবিবার সকাল থেকে শহরের পুরাতন আদালত রোড এ বিক্রি কার্যক্রম শুরু হয়। সুলভ মূল্যে সবজি বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে যখন মানুষের নাভিশ্বাস অবস্থা তখন মানুষের মাঝে স্বস্তি ফেরাতে লক্ষ্মীপুরে সুলভ মূল্যে সবজি বিক্রি করছে শিক্ষার্থীরা।
এসময় সুলভ মূল্যের কাঁচাবাজারে আগত ক্রেতারা এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানায়। একই সাথে তারা এমন কার্যক্রম চলমান রাখার আহ্বানও জানান।
এসময় উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক মো. রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, বন্ধু ব্লাড ডোনেট ক্লাবের মুখপাত্র ইসমাইল হোসেন রাসেলসহ ছাত্র ও স্বেচ্ছাসেবীবৃন্দ।
জানা যায়, ইউর ব্যাটম্যানের আয়োজনে ও বিডি ক্লিনের সহযোগিতায় প্রান্তিক কৃষকের কাছ থেকে সবজি এনে সুলভ মূল্যে বিক্রি করছে শিক্ষার্থীরা। যাতে পাওয়া যাচ্ছে লাউ, মিষ্টি কুমড়া, টমেটো, মরিচ, মূলা, বেগুন, পেঁপে, লাল শাক, শসা, শসিন্দ, লতি, করলা, পুঁইশাকসহ অন্যান্য সবজি। বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে সবজি কিনতে পারছে ক্রেতারা। নিয়মিত এমন কার্যক্রমের প্রত্যাশা ক্রেতাদের।
আয়োজকরা বলেন, বাজারে যে লাউ ৮০-১০০ টাকায় বিক্রি হয় সেটা এ সুলভ মূল্যের দোকানে ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজিও বাজারের তুলনায় অনেক কম দামে পাওয়া যাচ্ছে।
তারা আরও জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মূলে রয়েছে সিন্ডিকেট। ওইসব সিন্ডিকেট ভাঙার লক্ষ্যে প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি সবজি কিনে এনে বিনা লাভে ভোক্তাদের হাতে তুলে দেয়া হচ্ছে।