আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে কোম্পানীগঞ্জে সাংস্কৃতিক কর্মীদের মতবিনিময়

FB_IMG_16000005567861.jpg

আবদুল্লাহ আল মামুন ::

বসুরহাট পৌরসভা আসন্ন নির্বাচন নিয়ে কোম্পানীগঞ্জে সাংস্কৃতিক কর্মীদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা শনিবার সকাল দশটায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ কবিতা পরিষদের সভাপতি করিমূল হক সাথী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদ উদ্দিন বাবুল।

ব্যজ্ঞনা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন মুক্তার সঞ্চালনায় আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট-কোম্পানীগঞ্জ এর আহ্বায়ক আবদুল হালিম রকি, উদীচী শিল্পী গোষ্ঠী কোম্পানীগঞ্জ সভাপতি এএইচএম মান্নান মুন্না, সম্পাদক মিলন দাস, আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ইমাম উদ্দিন মিয়াজী, কবিতা পরিষদের সাধারণ সম্পাদক নাজমা বেগম শিফা, ব্যঞ্জনা খেলাঘর আসরের সহসভাপতি পার্বতী ভৌমিক, যুগ্ম সম্পাদক এবিএম মহি উদ্দিন লিপু, সদস্য হেলাল উদ্দিন, সুমন দাস, মুক্ত সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক শওকত আজিম জাবেদ, ব্যজ্ঞনা খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক জুটন মজুমদার, অর্থ সম্পাদক দিলীপ দাস, সুরভী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ধ্রুবতারা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি তাজুল ইসলাম সাজু, যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক হামিদুল হক, মুক্ত সাংস্কৃতিক সংগঠনের সহ সভাপতি আবুল হাসনাত বাবু।

উপস্থিত সকলের প্রাণবন্ত আলোচনায় আসন্ন পৌর নির্বাচনে সাংস্কৃতিক কর্মীদের আপনজন বসুরহাট পৌরসভার তিনতিনবার নির্বাচিত সফল মেয়র আবদুল কাদের মির্জাকে পুনরায় বসুরহাট পৌরসভার মেয়র পদে বিজয়ী করতে স্বতঃস্ফুর্ত ভাবে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন ।

নির্বাচনের তফসিল ঘোষণার পর সকল সাংস্কৃতিক কর্মীদের নিয়ে বৃহৎ পরিসরে বসুরহাট পৌরসভার মেয়র পদে প্রার্থী আবদুল কাদের মির্জার প্রতি আনুষ্ঠানিক সমর্থন প্রদান ও ওয়ার্ডে ওয়ার্ডে সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

scroll to top