করোনায় স্বামীর মৃত্যুর ২০ দিন পর স্ত্রীর মৃত্যু

kkkkkk.jpg

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ২০ দিন পর সালেহা বেগম (৮০) নামে এক বৃদ্ধারও মৃত্যু হয়েছে। মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার শেখরনগর ইউনিয়নে পাউসার গ্রামে তাদের বাড়ি। বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বদিউজ্জামান জানান, চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বাড্ডায় এমজেট বেসরকারি হাসপাতালে ওই বৃদ্ধা মারা যান। তিনি শেখরনগর ইউনিয়নের পাউসার গ্রামের আনোয়ার আলীর স্ত্রী । গত ১৫ জুন তার নমুনা সংগ্রহ করার ১৮ জুন করোনা শনাক্ত হয়। এরপর ২০ জুন তাকে ঢাকার বাড্ডার এমজেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার রাত ১১ টায় তার মৃত্যু হয়।

এর আগে গত ১২ জুন সালেহা বেগমের স্বামী আনোয়ার আলী (৯০) করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তারা সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামানের আপন চাচা-চাচি। এ নিয়ে সিরাজদীখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হলো।

scroll to top