কেন্দ্রে নালিশ দিয়ে লক্ষ্মীপুরে হামলার শিকার হলো ছাত্রলীগ নেতা

BSL.Neta-Ahoto-PicAJ.jpg

রিয়াজ মাহমুদ বিনু-লক্ষ্মীপুর প্রতিনিধি ।।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটির কাছে লিখিতভাবে নালিশ করে হামলার শিকার হলো ছাত্রলীগ নেতা অভিযোগকারী ছাত্রলীগ নেতা শাহীন আলম। নালিশের ঘটনাকে কেন্দ্র করেই বুধবার (২ জুন) রাতে জেলা শহরের সমসেরাবাদ এলাকার দক্ষিণ কালিবাড়ির সামনে অভিযোগকারী ছাত্রলীগ নেতা শাহীন আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়।

শাহিন লক্ষ্মীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম রকির অনুসারি হিসেবে পরিচিত । জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সঙ্গে রকির প্রকাশ্য বিরোধ রয়েছে।

শাহিনের লিখিত অভিযোগে বলা হয়, ছাত্রলীগের নাম ব্যবহার করে জেলা সভাপতি শরিফ ঠিকাদারী করে আসছে। তিনি সাহিদা এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী। এ প্রতিষ্ঠানের নামে প্রায় ৫ কোটি টাকার কাজ চলছে। জেলা কমিটির মেয়াদ ৩ বছর হলেও এখনো পূর্ণাঙ্গ করতে পারেনি। সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কমিটির মেয়াদ শেষ হয়েছে ৪ বছর, নতুন কমিটি নিয়ে কোন সিদ্ধান্ত নেই। লক্ষ্মীপুর সদর থানা ছাত্রলীগের আহবায়ক কমিটি এখন ৬ বছরে পড়েছে, তাও ৯ সদস্যের আহবায়ক কমিটি। এ কমিটিতে বিবাহিত ও চাকরিজীবি রয়েছে। সম্মেলন করে কমলনগর উপজেলা ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়ার পর নতুন কমিটির অনুমোদন দিতে পারেনি। রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটিরও ৬ বছর হয়েছে। এসব অভিযোগ এনে শাহিন তার পদবী থেকে অব্যহতি নেওয়ার কথাও জানায় কেন্দ্রীয় শীর্ষ দুই নেতার কাছে।

আহত অবস্থায় শাহিন আলম বলেন, আমার ওপর শরীফের অনুসারিরা হামলা করেছে। তার ছাত্রত্ব নেই, তবুও তিনি ছাত্রলীগের সভাপতি। জেলা কমিটির মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। তবুও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। বিভিন্ন সময় আবেদন করেও আমার কলেজের নতুন কমিটি দিতে পারেনি জেলা সভাপতি-সম্পাদক।

জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ সংবাদকর্মীদের বলেন, শাহিনের ছাত্রত্ব নেই। কেন্দ্রে তার নালিশ দেওয়াটা উদ্দেশ্য প্রণোদিত। একটি পক্ষের হয়ে সে আমাদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করছে। তবে কে বা কারা শাহিনের ওপর হামলা করেছে তা আমি অবগত নয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ঘটনাটি শুনে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করা হয়েছে। ভবিষ্যতে যেন তারা অপ্রীতিকর ঘটনা না ঘটায় এজন্য সবাইকে সতর্ক করে দেওয়া হয়।

scroll to top