কোম্পানীগঞ্জে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

FB_IMG_1598098667504.jpg

নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

বুরহান উদ্দিন মুজাক্কির :

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহীর ইউনিয়নের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে পায়ে হেঁটে জেলা প্রশাসক চরএলাহী ঘাট এলাকার নদী পাড়ের ভাঙন পরিদর্শন করেন এবং ভাঙন কবলিত এলাকার মানুষের খোঁজ-খবর নেন। নদী ভাঙনের শিকার মানুষদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে তিনি সংশ্লিষ্টদের ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও আদেশ দেন।

চরএলাহী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করছেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

এ সময় জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার অংশ হিসেবে সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় জেলা প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের পাটোয়ারী, চরএলাহী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমূখ।

উল্লেখ্য, অব্যাহত নদীর ভাঙনের ফলে চরএলাহী ইউনিয়নে বিভিন্ন এলাকার মানুষের ঘরবাড়ি নদীর গর্ভে বিলীন হচ্ছে। বিলীন হচ্ছে, স্কুল, মসজিদ, গাছপালা, ঘর-বাড়ি ও ফসলি জমি। হত-দরিদ্র মানুষ গুলো তাদের মাথাগোঁজার একমাত্র সম্বল ঘর-বাড়ী হারিয়ে নিঃস্ব হচ্ছে প্রতিনিয়ত।

scroll to top