কোম্পানীগঞ্জ করোনা প্রতিরোধ কমিটির মাস্ক বিতরণ : নো মাস্ক নো সার্ভিস

mn.jpg

‘চরপার্বতী চৌধুরীহাট বাজারে জন সচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ করেন, বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা’

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

কোম্পানীগঞ্জ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির উদ্যোগে মাস্ক বিতরণ ও জনগণ কে সচেতন করা লক্ষে চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট বাজারে বৃহস্পতিবার (২০ আগষ্ট) বিকেল ৩ টাায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা মাক্স বিতরণ উদ্ভোধন করেন।

মাস্ক বিতরণ ও জনগণ কে সচেতন করার কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, চরপার্বতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন বাচ্চু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী মোহাম্মদ আবুল বাশার, সাবেক ছাত্রলীগ নেতা ও চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর।

এই সময় নেতৃবৃন্দ জনগণকে সচেতন করতে চৌধুরীহাট বাজারে প্রায় ৫শতাধিক মাস্ক বিতরণ করে।  No Mask, No Service শ্লোগানকে সামনে রেখে করোনা প্রতিরোধ কমিটির সচেতনতা কার্যক্রম শুরু করেন সাথে মাস্ক বিতরণের এই কার্যক্রম পরিচালনা করা হয়।

উল্লেখ্য- বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা করোনার শুরু থেকে অধ্যবধি কোম্পানীগঞ্জ উপজেলা ব্যাপী করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে চলেছেন।

scroll to top