রংপুরের তারাগঞ্জ এবং গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
তারাগঞ্জে মাঠ থেকে গরু আনতে যাওয়ার সময় বজ্রপাতে আবুল কাশেম (৪২) নামের এক কৃষকের মৃত হয়েছে। শনিবার বিকালে ৫টায় উপজেলার সয়ার ইউনিয়নের বৈদ্যনাথপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, আবুল কাশেম বাড়ির পাশের রঘুনাথপুর দোলা নামক স্থান থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। সয়ার ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আজম কিরন ও ওই ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলম বজ্রপাতে আবুল কাশেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান, সুন্দরগঞ্জে বজ্রপাতে মুসলিম আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় কামরুল ইসলাম (১০) নামে মৃতের নাতি আহত হয়। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ভেলারায় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুসলিম আলী ভেলারায় গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে। আহত কামরুল ইসলাম মুসলিম আলীর নাতি ও আশরাফুল ইসলামের ছেলে।
জমিতে কৃষি কাজ করার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে কাজ রেখে বাড়িতে ফেরার পথে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই মুসলিম আলীর মৃত্যু হয়। আহত কামরুলকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।