ভোলায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল

Vola.jpg

কাজী নকীব ভোলা প্রতিনিধি ::

মেঘনার অতি জোয়ারে ভোলায় পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানি বন্দি হয়ে দুর্ভোগ পোয়াচ্ছে নদীর উপকূলবর্তী হাজারো মানুষ। উজান থেকে নেমে আসা ঢল ও আমাবস্যার প্রভাবে পানি বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যে কারণে বাধের বাইরে নিচু এলাকা প্লাবিত হয়েছে।

গত কয়েকদিন মেঘনার পানি বিপদসীমার ৫৪ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে অতি জোয়ারে জেলা সদর, মনপুরা, চরফ্যাশন, তজুমদ্দিন ও লালমোহন উপজেলার অত্যন্ত ১৫ টি নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। জোয়ারের পানিতে ফসলের ক্ষেত, রাস্তাঘাট, বসতভিটা ও পুকুর ঘেরসহ বিভিন্ন স্থাপনা তলিয়ে গেছে।

দুর্ভোগে পড়েছেন উপকূল বিস্তীর্ণ জনপদের মানুষ। সরজমিনে ঘুরে দেখা গেছে, মনপুরা উপজেলায় অমাবস্যার প্রভাবে জোয়ারের পানিতে হাজির হাট ইউনিয়নের দাসেরহাট, সোনাচর, চর যতিন, চরজ্ঞান গ্রামের নিম্নাঞ্চল ২-৩ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ওই সমস্ত এলাকার আমন ফসলের ক্ষেত প্লাবিত হয়েছে। চার গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজারো মানুষ পানি বন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন।

এ দিকে ভোলা সদর ধনিয়া ইউনিয়নের গঙ্গাকীর্তি ও কালাসুর গ্রামের গিয়ে দেখা গেছে বাধের বাহিরে দুই গ্রামে পাঁচ শতাধিক মানুষ পানি বন্দি। জোয়ারের পানিতে তলিয়ে গেছে পুকুর, ঘের, রাস্তাঘাট ও ঘরবাড়ি। এতে চরম দুর্ভোগে পড়েছে ওই সব মানুষ।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-১ (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী আঃ মান্নান খান জানান গত দুই দিন মেঘনার পানি বিপদসীমার ৫৪ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে বাধের বাহিরে বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে।

scroll to top