মুজিববর্ষে বিশ্বনাথে বিনামূল্যে গাছের চারা বিতরণ

MIJIB.jpg

বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি :

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলায় ৫ শতাধিক ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেছে উপজেলা কৃষকলীগ। শনিবার বিকেলে উপজেলা বিআরডিবি হলরুমে যুুক্তরাজ্য প্রবাসী আহমদ আলীর অর্থায়নে এ চারা বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন। উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুলের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, বিআরডিবির চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সহসভাপতি শাহাব উদ্দিন, আবদুল হেকিম, যুগ্ম সম্পাদক মারফত আলী, কামাল আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

scroll to top